• 8 years ago
Bangla News Today প্রেমের কারণে নির্যাতনের শিকার কিশোর-কিশোরী Somoy tv

প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অপরাধে শরীয়তপুরে দুই কিশোর-কিশোরীকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। সারারাত শেকল দিয়ে বেধে রেখে রোববার সকালে জুতার মালা পরিয়ে মারধোর করেছে স্থানীয় সমাজপতিরা।

সোমবার রাতে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শরীয়তপুরের একটি স্কুল মাঠে রোববার সকালে দুই কিশোর-কিশোরীকে চরম মারধোরের পর জুতার মালা পরিয়ে দেয় স্থানীয় সমাজপতিরা।

মারধোরের পর একপর্যায়ে জুতার মালা পরিয়ে দেয়া হয় ওই দুই কিশোর-কিশোরীকে। স্থানীয়রা মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তবে ঘটনাটি দূর থেকে একজন মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দিলে তোলপাড় সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। সেদিন সন্ধ্যায়ই স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকের নির্দেশে তাদের ধরে নিয়ে এসে শেকল দিয়ে বেধে রাখে স্থানীয় ইউপি মেম্বার কামাল মল্লিকসহ কয়েকজন।

সারারাত অমানুষিক নির্যাতন চালানোর পর রোববার সকালে তাদের নিয়ে যাওয়া হয় একটি স্কুল মাঠে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও স্থানীয়রা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার সাহা।

Category

🗞
News

Recommended