ABP Ananda LIVE : বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন।আগুনের জেরে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু। আপাতত ৮টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতদের মধ্যে আছে তামিলনাড়ুর বাসিন্দা ৩ ও ১০ বছরের ২ শিশুও। প্রবল ধোঁয়ার জেরে কার্যত গ্যাস চেম্বার হোটেলে দমবন্ধ হয়ে একের পর এক মৃত্যু। গতকাল সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে বেশিরভাগ ভিনরাজ্যের বাসিন্দা ছিলেন। হোটেলের ৪২টি ঘরে ৮৮ জন আবাসিক ছিলেন বলে জানা গেছে। আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন। হোটেলের উপর তলার কার্নিস থেকে পড়ে গিয়ে ১ জনের মৃত্যু। ১৩ জনের মৃত্যু হয়েছে প্রবল ধোঁয়ার জেরে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও আগুন ছড়াল কী করে, উঠছে প্রশ্ন। অগ্নিকাণ্ডের পরেই উধাও হোটেল মালিক। হোটেলে ঢোকা-বেরনোর পথ একটিই, কোনও ফায়ার এক্সিট ছিল না, দাবি প্রত্যক্ষদর্শীদের। অগ্নিকাণ্ডের তদন্তে SIT গঠন। আজ মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। মৃতদেহগুলিকে কলকাতা মেডিক্যাল, NRS, আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
Category
🗞
NewsTranscript
00:002011 સાલે આમડી હાશપાતેલે જે ગટના ઘટે એવું તાર પરોબર્તી કાલે ઠીક દામ બંદો હે જેવાગો માનશે મ
00:30પર્તેમ સેગુલો રોએ છે જેગુલો દર્શગ્રા દેખ્તે પાચેન એબંં એખાન થેકે ફાર્પર્તેમ થાક લો�
01:00જેટા પાશબાશી ઘર રોએ છે સોમસ્તા ઘરે કીંતો જારા હટેલે એસ્તેરણ બોડાર તારા છેરે કીંતો એ�
01:30જાણાલા બંદો કોરે છેલો એબં બાતા નકોલ જાંતો જાખન ચોલ છેલો તાર પર જાખન એઈ રખંબાબાબાબે અગ�
02:00જાએગાર કાંજ ભાંતે થાકે એબં ભેંએ શેખાન તેકે કેંતો ધુાાંગુલે બએર કરાા તેસ્ટા કરી કરી �
02:30જેણે મારા ગીએ છાંતે મારા ગીએ છાંતે મારા ગીએ છાંજ મને ધીતુ રાજે આજ કે એક્ટા આગુનેર ઘટન�
03:00ફારા કીતે પારા કીએ કારણ આછે આગે તો આમરા કારણ દેછે કારણ ને આગુણ લેગે છેતા દેખાવએ એને કી
03:30એકારણ પોરણ પ્ટણ પેશું દેખાવે કારણ ટકી ને કારણ ટહીએ ને કારણ ટકી કરણ ટી દીકી હસ્ફરણ કીક�