ABP Ananda Live: রাত পেরিয়ে দিন, আবার দিন পেরিয়ে রাত। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে। তারপরও অচলাবস্থা অব্যাহত। যোগ্য়-অযোগ্য়দের তালিকা প্রকাশের দাবিতে শুরু হওয়া SSC-র চাকরিহারা শিক্ষকদের অবস্থান আজ দ্বিতীয় দিনে পড়ল। এদিকে শিক্ষকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, যারা চাকরি খেয়েছে তাদের ওপর নয়, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাঁদের ওপর ভরসা করুন। যদিও সেই ভরসা রাখতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষামন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, আর কোনও তালিকা প্রকাশ করা হবে না। অন্যদিকে, নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরাও। চড়ছে রাজনীতির পারদও। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের রানি বলে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। সুকান্ত মজুমদার বলছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর একটাই টার্গেট যোগ্য-অযোগ্য গুলিয়ে দাও।
Category
🗞
NewsTranscript
00:00ডালা আপনাদে চাকরি হেয়েছে তাদের পর ভার্ষা করবেন না
00:03ডালা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের পর ভার্ষা করুন
00:07উনি মিত্য়ে কদা বলচেন উনাদ তেকে মিত্য়ে কদা মনাই কেয়ে বেশি বালেনা
00:10রাদ্গর খুলা আকাশেন দিছে
00:17কোথায় খাবার কোথায় জল কোথায় সুচাকার
00:24দোনিতে জেরে আকপোরি কর্থে রাস্তায় গোস্তে হোয়েছে
00:28হাজার হাজাদ জমকো শিখা খিকাকে
00:30এসেসে শামনে লাগাতা দিতেও দিন থাই ভশে তারা
00:37মখা মন্চে শিখা মন্চে মউখি কাশাজ দেছে
00:42কিতো কোথায দিখিতো প্রতিশ ছোতি কে ভেরাভে হকেচ ছাক্ডি
00:45কানো বশেযাচে নিগারমনে মন্তে কাশটো করে
00:49আপনারে স্কুলে জান আমিতো আপনাদের বলেছে
00:53আম্রা স্কুলে জেথে জাই কিন্তো অজক্গদের শংগে নাই
00:56আজক্গদের পোত্যাকটা মাযা ভি দারোদ শেই দারোদে জাই গাথিগে এটা কারা হচে
01:01শিখামন্চে জানে দিলেং কনো তালিকা প্রকাশিতা হবেনা
01:05এজাসে শামনে উটলো মখামন্চে বিরধে সলোগান
01:31আম্রা প্রাথমিখ ভাবে িশাসো করেছে লামকিন্তো আজগেশাই িশাসের আম্রা দেখতে পাচি তার ফালকি
01:39একুস্তারিকে উনি ইন্দোরে সভাতে অনেকিশু প্রতে সুটি দিয়েছিলেন
01:42তাক পডেও সিখা মন্ত্রিয়ে আমাদে বলিশ্তারিকে আমাদে জগো জগো দে লিস্দেবে
01:47সুধাই জটি লথা পথায় আশাডালো
01:50চুলিকোরেছে তাড সরকারের লোকেরা পস্চিম মাংগো সরকারের তারা নিয়ো স্দের পাইনি
01:54তাদের পাশের দানা ভয়ে কারন তিনিতো চোরের দানি
01:58মক্কো মন্তি পথাম্তেকে স্য়ো আক্টাই তারগে
02:00জকো অজকো পনিয়ে দাও
02:02সভ নিলিয়ে উস্তায় পোডেস্থিতে
02:05প্রশ্য়ে অধিকারি রোমা পাল প্রতধি ভটাচার্চে রিপর্ট এভিপি আনন্দো
02:11আলে চাটাদে
02:18আলে আমা একটা চাদেন তিয়ে আমা আমা আলে পোখো পাচায়ে আলে ভাগলা খবর চায়ে
02:23পাংলা খবর পাংলার খবর
02:26সত্তো অন্তহি সত্তের খোজো তাই সত্তো সন্ধানে তাই আমর অকটান্তো অকুতো ভায়ে
02:33অকুতো ভায়ে এবি পিযানন্দো নতো ন্ধাভ নার কোতি জা মনে মোক্তো তত্থে জট্তো এবং জাবোতিো সিমানার বাধন থেকে মোক্তো
02:42সিমা না সভ্দতির মধ্ধি লুকিযাছে মানা সভ্দতির জানো চোক্রানানি এক অজ্রিশ ভেনা জাটকে রাখে আমাদের এক ছোট তো গন্দির মধ