ABP Ananda Live: পাখির চোখ ২৬, আজ বামেদের ব্রিগেড সমাবেশ ।ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী-সমর্থকরা। ব্রিগেড সমাবেশে উঠে আসবে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব । বাদ যাবে না মুর্শিদাবাদের ঘটনা থেকে ২৬ হাজার চাকরি বাতিলের মতো ইস্যু। লক্ষ্য '২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে আজ শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শিয়ালদা, হাওড়া স্টেশন-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। দুপুর ৩টে থেকে শুরু হবে বামেদের ব্রিগেড সমাবেশ। বক্তা হিসেবে থাকছেন, সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, CITU-র সাধারণ সম্পাদক অনাদি সাহু, খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, হুগলি জেলার খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। 'একটি রাজ্যে টিমটিম করে বাতি জ্বলছে, সেটাও নিভে যাবে', বামেদের আক্রমণ সুকান্তর
Category
🗞
NewsTranscript
00:00એમુર્તે બીજેપી આજો સાભાપતી શુકાંતો બજુંતાર રોય છેના મજુંદાર રોય છેના માંમત સેલીમ આગ�
00:30થારા સેજનો ભારત બર્શેર એકતી રાજ્તીએ બાતીએ બાતી કોનો જાએગા કે કોમુંદેર કેની સ્ભ જાએગ�
01:00જાજને હેજાબતેએ મહીને દે કેકાડ દેયાઓ જાકા દેઆખા દેઆઓ જાજેં જેજામેદા સેજેદે કેજેદે જ�
01:30શુકાંજુદા આજ કે એટાઓ મહંમાદ સેલીમ બોલે છેન જે બીજે પીપી આર ટુરુમોલે નેતારા નાટો કોછેન
02:00પીડ્ડમેર કાજ કોતે ની માડુતેને કોડેને કોડેને હીકે ને માંળાદેને ખીમરેતેને કીણેને કીમે �
02:30બામેદે ચાટે ગણો સંગાછને ડાકે આજ કે બ્રિગેડ શમવેશે બૂગ જે બ્રિગેડેર બૂચો થેકે
02:36આગ દીકે કેંડો આજેર બીરુતે આજે આજે આગ જોગે આક્રોબર ઉઠેયલો જેખાને ઉઠેલો મહ્રોતી માંતી �
03:06જઈંતી કોછે ટુણોબૂલ વીજેપી બીરોથી દલે નેતા ટુણોબૂરે શાજાનો આજ મહાન શાચ્તે ચાઈ છે બીર�