Skip to playerSkip to main contentSkip to footer
  • 3 days ago
ABP Ananda Live: ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেল রাজ্য সরকার। নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্য়ে নতুন করে পরীক্ষা নিয়ে এই ২৫ হাজার ৭৫২ জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানাল সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং শিক্ষকরাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা বড় স্বস্তির খবর। তবে, সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পরও হতাশ চাকরিহারারা। তাঁদের প্রতিক্রিয়া, একটা সাময়িক মলম দেওয়ার চেষ্টা করা হল। আমরা এই জিনিসে ভুলছি না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, চিহ্নিত অযোগ্যরা। যেতে পারবেন না স্কুলে, ফেরত দিতেই হবে বেতন।

Category

🗞
News
Transcript
00:00কোথাই জোগের তালিকা পেশকনা হলো।
00:03রাই পোরিবট্তোরে জনো রিভিয় পেটিশন কোথাই দাখিল হলো।
00:06এশাবের পোরিবট্তে বৃষ্পতেবার সুপ্রিম কোটে নারিএ শন্বত্চ আদানতের মোল রাইর শামন্ন পোরিবট্তুন ইমেনেনি লোরাজ্চ শ�
00:36আপাদাতো তানাস কুলেজ এতে পারবেন ও বেতন পাবেন তাবে নতুনাই ইনিদেশ রুব সি এবং রুব বে কনিদে জনো প্রজত্যনায অশিখা কনিদে
01:06আপা মলন দেযার ছিষ্টা করলো আমরা এই জিনিশে ভুল ছিনা
01:36আদালতে রাই ভিতিতে চাক্টি হারাদে জনো ভালোতিক বল্তে জারা দাগি বা অজক্কো হিশে ভেচিন হিতো ডন
01:4221 ডিসেমবার অটিতে তারা বেতন পাবেন
01:45খারাপ দিখলো তাদে চাক্রি এক্রিশে ডিসেমবারের পরার থাক্রেনা জতন করে পরিখায় বশে পাশ করে চাক্রি পেতে হবে
01:51সস্তি ভধ করছি নাইকরোনে জাক্রন কান্সারা করান্তু রুগি তাকে ডাক্তার তিন মাসে রাক্টা টাইম লিমিট মাদে দিয় তার কাছে তার
02:21এক্টিশে দিসেম্পারের মোঠে জাতে পোডর প্রপ্রিয় সন্পুর্ড হয় তানিসিত করতে হবে পাস্য় মাসে সুপরিন করে দিয় দিয় ছ�
02:51এক্তো সন্ধানে তায় আমর অক্কলান্তো অকুতো ভায় এবি পিযানন্দো নতুন ভাভ নাকোতি জামোনে মোক্তো তত্থে জুষ্তো এবং জা�
03:21মনো নার এবি প্যানন্ দুনো এবি এ থাখে এবি এ লাখে
03:26পাংলা ছাচামেচে চায়েনা বাংখহোড চায়
03:33পাংলা খোড পাংলার খোড চায়
03:41কামেলা চায়ে না? বাংগলা খোবোর ছায়ে

Recommended