ABP Ananda LIVE : কসবাকাণ্ডের প্রতিবাদে হাওড়া ময়দানে বিক্ষোভ-প্রতিবাদ ডিওয়াইএফআই-এসএফআইয়ের। যোগ্য-অযোগ্য তালিকা দেওয়া হোক: চাকরিহারা শিক্ষক। যানজটের জেরে বদলে গেল মিছিলের রুট, কোলে মার্কেট, কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা যাচ্ছেন চাকরিহারারা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। মৌলালিতে ওয়াকফ কর্মসূচির জেরে প্রবল যানজট। যানজটের জেরে বদলে গেল মিছিলের রুট। মৌলালি, S N ব্যানার্জি রোড ধরে ধর্মতলা পর্যন্ত আগে মিছিলের রুট ঠিক করা হয়েছিল। এখন কোলে মার্কেট, কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত যাচ্ছে মিছিল। হাঁটছেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা। জড়ো হয়েছেন অন্যান্য় সিনিয়র শিক্ষকরাও। মিছিলে সামিল সাধারণ মানুষও।
Category
🗞
NewsTranscript
00:00হাওরা মহযদানে এই মুর্তে চল্ছে এসেফাই এবং ডিযাই এফাই এর প্রতিবাদ বিক্খো
00:04হাওরা মহযদানেকাজে প্রতিবাদ বিক্খোপে শামিল হোযছেন তারা কি দাভিতাদে
00:23দাকো খিচুকের আগেই জে হাওরা মহযদানেকাজে পন্চারান্তলাতেকে এসেফাই এবং গিযাই করবিরা তারা কিতু মিছিল করে ছলেযাসে এভা
00:53এভাই এভাই এভাই মিছিল কে এগোতে বাদা দায় কারজেতো একনে এই মুর্তে অদোস্তো করতা দেশন্গে ন্তিতের আথা চল্ছে কিতু করো
01:23এভাই এভাই এভাই এভাই আথিশন্গে করাই ভাই এভ্য়া মযেদানচ তুরে এভাই এভাই পন্টে গিটি আন্গে কাইরা এভাই ভাইডনকে নিচে কান�
01:53সাস্তি নিতে হাবে এমান পুলিস মন্তির পোদেপটাক অর্তাক মুখোমন্তাকে পুলিস মন্তি রাজে তার পোদেপটাক নভি করোছে এমান এমা�
02:23পুলিসের এসেপি আছেন এমান দিশেই আকে পলিসেয়ে এমান এমান গতাকাল জেভাবে চাক্ডিয়ারা শিখাক দেরোপরে পুলিসের হমলা নিমিস
02:53আজাকে এইই দিকার জানার ভাসান এই আজগে দিকার মিসেল কালেসেন কালেসে পুলে শিখাক শিখি কাতাকে শুরুকরে সমাস্ত ইন সিসেন সিস�
03:23কালে কালো!