Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/3/2025
ABP Ananda Live: মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে কাঁথিতে শুভেন্দুর মিছিল। হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল শুভেন্দুর। মিছিল থেকে হিন্দুত্ব বাঁচানোর স্লোগান।




'বিচারব্যবস্থাকে সম্মান করি, রায় মানতে পারছি না', চাকরি বাতিল নিয়ে মমতা  




 চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। সেই নিয়ে দুপুরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "বিচারব্যবস্থাকে সম্মান করি। কিন্তু রায় মানতে পারছি না। যাঁরা চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরত দিতে হবে না বলে উল্লেখ রয়েছে রায়ে।" (Mamata Banerjee)

এদিন মমতা বলেন, "বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান আছে। কোনও বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমিও আইনজীবী হিসেবে আমিও মামলা লড়েছি। পেশাদার হিসেবে না হলেও, মানবাধিকার এবং পড়ুয়াদের নিয়ে মামলা লড়েছি। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি বিচারপতিকে সম্মান করেই বলছি, এই রায় মেনে নিতে পারছি না। আমি সমালোচনা না করলেও, রায় নিয়ে মতামত জানাতেই পারি মানবিকতার খাতিরে। আশাকরি বিকৃত করবে না, ভুল তথ্য ছড়াবেন না।" (SSC Case)

Category

🗞
News
Transcript
00:00এক্টম ছোটো থাকে দেখে দিতে সোপ সব ক্যলেন্ডার হেগেছে
00:08এক্টম ছোটো থাকে দেখে দিতে সোপ সব ক্যলেন্ডার হেগেছে
00:38এক্টম ছোটো থাকে দিতে সোপ সব ক্যলেন্ডার হেগেছে
01:08এক্টম ছোটো থাকে দিতে সোপ সোপ সব ক্যলেন্ডার হেগেছে
01:38এক্টম ছোটো থাকে দিতে সোপ সব ক্যলেন্ডার হেগেছে
02:08আপযদো বলে সনাতটকারা জাই নি তাদের বেতান ফেরত দিতে হবয না
02:12জানা আন্য শারকারি দধ্যারে কাজকর ছীলের তারা আগের জাইগায ফেরত জা঵ার জন্য আপয়দন জানা মেন এবং তিম মাস রেংদে পু঱ওর বহ�
02:42ಅಪಟರನ ಜಾನಿನ ಜಇ ಕಲಕಾತಾ ಹಈ ಕಟರರಾಯಿ ಪರಾಕತನ ಶಿಖಾ ಪರತಿಮನತರಿ ಪರಿಶಚಂದರರರರರರಿ ಅಧಿಕಾರಿರ ಕರ�
03:42ಭಸಟಾಯಲ ಪರಸಭಾಯದ ದಿ ಅದನ ಹತಾರದನಾನಿ ಸಪಿರಿದಗಟರದನಿ ಅಪಟರರರರರರಿ ಸಪಿರಿದಗಟರದನನಿ ತಠಕಲಿನ ಅಭಸ�
04:12अमना तो एखन मनसी भाबे खुबी बिद्धस्त आर मने की बलपा आमादेर भविष्वत ता एकटमी अंधकर एप
04:22एकटमी अंधकर एप
04:52आमादेर समने की आसते चलदेशे, की होबे ना आसे, आमादे शब्ती दिशे हरा, अमना केवी जानी ना, नेक्ष्ट आमादे की स्टेप होतो पाड़ा
05:22समने की आसते चलदेशे, की होबे ना, नेक्ष्ट आमादे की स्टेप होतो पाड़ा

Recommended