Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/8/2025
ABP Ananda LIVE : যাদবপুরকাণ্ড নিয়ে আগেও পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়। বুধবার তিনি বলেন, 'ব্রাত্যকে কেন পুলিশ বাঁচাতে পারল না, আমি জানি না। এটা বিচার করে দেখা দরকার।' শুধু এই ঘটনা নয়। এর আগে ১৫ নভেম্বর কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনাতেও পুলিশের তীব্র সমালোচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ সৌগত রায়। ফিরহাদ বলেন, পুলিশকে বলব অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রীর বলার পরেও কেন আর্মস ঢুকছে? প্রশ্ন তোলেন কলকাতার মেয়র। সাংসদ সৌগত রায় আবার মন্তব্য করেন, পুলিশ আত্মসন্তুষ্টিতে ভুগছে। পুলিশ ভাবছে যেরকম গয়ংগচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। পুলিশের দক্ষতা নিয়ে নিয়ে প্রশ্ন তুলে কি ঘুরিয়ে পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই সমালোচনা করছে তৃণমূলের একাংশ? প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

Category

🗞
News

Recommended