ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাজির হয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেল কাস্ট না ওবিসি, সে বিষয়ে নয়া দাবি করলেন রাহুল গান্ধী। ওড়িশার ঝাড়সুগুডায় ভারত জোড়ো ন্যায় যাত্রার মিছিলে হাজির হয়ে রাহুল গান্ধী বলেন, গুজরাটে নরেন্দ্র মোদীর জন্ম হয় তেলি কাস্টের ঘরে। জন্মগত ওবিসি সম্প্রদায়ের নন মোদী।
Category
🗞
News