Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/9/2022
বিহারের রাজ্য রাজনীতি এক অদ্ভূত পরিবর্তনের সূচনা হতে চলেছে। জোটসঙ্গী বিজেপির সঙ্গে নীতীশের দল জেডিইউর দূরত্ব বাড়ার ইঙ্গিত অনেক দিন থেকেই মিলেছিল।সাম্প্রতিককালে বিজেপির ডাকা অন্তত চারটি বৈঠকে গরহাজির থেকেছেন নীতিশ কুমার। করোনা থেকে সেরে ওঠার যুক্তিতে রবিবারও নীতি আয়োগের বৈঠকে যাননি বিহারের মুখ্যমন্ত্রী। অথচ নিজের রাজ্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এর মধ্যেই রবিবার সনিয়া গান্ধীর সঙ্গে নীতিশের ফোনালাপ জল্পনা বাড়িয়েছে। শুধু তাই নয়, শনি আর রবিবার তেজস্বী যাদবের সঙ্গেও দু দফায় বৈঠক করেছেন নীতিশ। সব জল্পনার মধ্যেই মঙ্গলবার ৯ তারিখ বেলা ১১ টায় বৈঠক সারলেন আরজেডি বিধায়কেরা। ছিলেন কংগ্রেসের বিধায়কেরাও। কী হতে চলেছে বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ? আমাদের আজকের আলোচনার বিষয় সেটাই।

Category

🗞
News

Recommended