North Dinajpur জেলার রায়গঞ্জে (Raiganj) এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) তীব্র নিশানা করলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির প্রসঙ্গে এও দাবি করেন যে, তাঁর গ্রেফতারের ঘটনায় বামেদের (CPIM West Bengal) অক্সিজেন পাওয়ার কোনও রকম কোনও অভিসন্ধি বা উৎসাহ নেই।
Category
🗞
News