Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/15/2022
#sushmitasen #lalitmodi #indianwedding #eisamay

বৃহস্পতিবার সন্ধে থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রাক্তন মিস উইনিভার্স এবং ডাকসাইটে বলিউড নায়িকা প্রেম করছেন আইপিএল মাস্টারমাইন্ড বিতর্কিত চরিত্র ললিত মোদীর সঙ্গে। না, কোনও কানাঘুষো নয়, স্বয়ং ললিত মোদি অফিশিয়ালি এই খবর জানিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন।

সুস্মিতা সেনের জীবনে প্রেম বার বার ধরা দিয়েছে। যে মুহূর্তে তাঁর ভক্তরা ভাবতে শুরু করেছেন সুস্মিতা জীবনে থিথু হবেন এবার, ওমনি খবর এসেছে সম্পর্ক ভাঙার।

ললিত মোদীর পারফেক্ট পার্টনার হিসেবে কতদিন সম্পর্কে থাকবেন সুশ, তা নিয়ে এখনই কোনও মন্তব্য না করাই ভালো। বরং চলুন একবার দেখে নেওয়া যাক জীবনে কার কার হাত ধরে প্রেম এনট্রি নিয়েছিল সুস্মিতা সেনের জীবনে...

Category

😹
Fun

Recommended