Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/13/2022
রাজ্যে আারও বাড়ছে দৈনিক করোনা (Corona) সংক্রমণ। কলকাতার (Corona Cases in Kolkata) পাশাপাশি জেলাগুলিতেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সেই তালিকা থেকে বাদ যায়নি পশ্চিম বর্ধমান (West Banrdhaman) জেলাও। তবে সংক্রমণ বাড়লেও এনিয়ে এনিয়ে এখনও পর্যন্ত সচেতন নন সাধারণ মানুষ। তার জেরেই সংক্রমিতের সংখ্যা আরও বাড়ছে বলে মনে করছেন জেলা স্বাস্থ্য কর্তারা। গত কয়েকদিন ধরেই ২ হাজার ছুঁই ছুঁই করছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু, এবার তা আড়াই হাজার ছাপিয়ে গেল।

Category

🗞
News

Recommended