Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/9/2022
অমরনাথ যাত্রায় মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি। নামল ধস। জলের তোড়ে ২৫টি পুণ্যার্থী শিবির ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে ১৬ জন পূণ্যার্থীর, জানা যাচ্ছে এমনটাই। পাশাপাশি নিখোঁজ কমপক্ষে ৪০ জন। এই পরিস্থিতিতে আপাতত অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সূত্রের খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি ও হঠাৎ জলোচ্ছ্বাসের কারণে অমরনাথ গুহার নীচে থাকা পুণ্যার্থীদের তাঁবু এবং কমিউনিটি কিচেন জলের তোড়ে ভেসে যায়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ, এসডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী দল। পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছিলেন, এই ঘটনায় কিছু লঙ্গর এবং তাবু ভেসে গিয়েছে।

Category

🗞
News

Recommended