Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/28/2022
করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে দোসর হয়েছে মাঙ্কিপক্স। বিশ্বের ৫০টির বেশি দেশি মাঙ্কিপক্স থাবা বসালেও, এখনই মাঙ্কিপক্সকে অতিমারি (Monkeypox Pandemic) বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যেভাবে সংক্রমণ বেড়েছে, তাতে নজরদারি চালানোর পক্ষেই জোর সওয়াল করেছে সংস্থাটি। উল্লেখ্য, কয়েকদিন আগে ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক এই ভাইরাসঘটিত রোগকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছিল।

Category

🗞
News

Recommended