Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/20/2022
৩৬-২৪-৩৬... পারফেক্ট আওয়ারগ্লাস ফিগার মেন্টেন করতে যে কত কসরত আর কত ঘাম ঝরাতে হয় বলিউড সুন্দরীদের। কেউ ভরসা রাখেন শুধুই যোগাসনে, কেউ পিলাটিসে আবার কেউ চিরাচরিত ওয়েট ট্রেনিং এবং কার্ডিওতে। আবার কোনও কোনও নায়িকা ককটেল ওয়র্কআউট ফলো করেন। ওয়র্কআউট সেশন সেরে বেরোনোর সময়ে এদিন আমাদের নজরবন্দি হলেন জাহ্নবী কাপুর, রাকুল প্রীত সিং, মালাইকা আরোরা।

Category

😹
Fun

Recommended