• 2 years ago
`কাইল তোমারে স্বপ্নে দেখসি রাইতে’...

(গান নং- ১৭) : স্বপ্নে দেখসি রাইতে
(Song no-17) : Shopne Dekhsi Raite
গানের কথা:

স্বপ্নে দেখসি রাইতে

কাইল তোমারে স্বপ্নে দেখসি রাইতে
লোকের জ্বালায় সময় পাই না কইতে।।

প্রেমের জ্বালা যেমন তেমন
লোকের জ্বালা হায়গো বিষম
তিলরে তাল করে সদায়
না পারিগো সইতে না রইতে।।

নয়নে তোমারে দেখি না
স্বপ্নে করো আনাগোনা
হইত যদি চোখের দেখা
দুঃখ ছিল না নিন্দা, কলংকে

গীত ও সুর- এ.কে আনাম
শিল্পী- মুনিয়া মুন

Category

🎵
Music

Recommended