• 6 years ago
কার জন্য

ত্বক মসৃণ নাকি শুষ্ক এই চিন্তায় থাকো মগ্ন
লিপে লিপগ্লশ চুলে হাইলাইটস যেন অতি গুরুত্বপূর্ণ
মাসে পার্লার চার চারবার হয়ে উঠতে অনন্য
গায়ে উপটান মেখে রোজ স্নান ধরে রাখতে লাবণ্য
কার জন্য ? কার জন্য ?

তোমার সন্ধ্যা রাতের সাঁজে গ্লীটার মেখে সারা গায়
রংধনুর যত রং বারবার দেখো আয়নায়
এতো আয়োজন নিয়ে তনুমন হতে সুশ্রী সম্পন্ন
ওগো রুপের রাজকন্যা বলোনা কার জন্য

তোমায় পায়না ছুঁতে সূর্য সানস্ক্রীন সারা গায়
জীমাক্রান্ত শরীর বয়স বাড়ছেনা লজ্জায়
এতো আয়োজন নিয়ে তনুমন হতে সুশ্রী সম্পন্ন
ওগো রুপের রাজকন্যা বলোনা কার জন্য

Category

😹
Fun

Recommended