পাঁচতলা ভবনের ছাদের কোনায় দাঁড়িয়ে ঢাকা কলেজের এক কর্মচারীর এই ছেলেটি নাচছে। শার্টের বোতাম খুলছে। তাকে দেখে ভবনের নিচে মানুষ জমে গেছে। কেউ তাকে ছাদের কোনা থেকে সরে যেতে বলছেন, কেউ লাফ দিতে নিষেধ করছেন আর কেউ চিৎকার করছেন। একপর্যায়ে লোকজন বড় মাদুর নিয়ে এসে নিচে পেতে ধরেন। শেষ পর্যন্ত ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মাদুরের ওপর পড়ে বেঁচে যান তিনি।
Category
😹
Fun