• 11 years ago
এবারের ঈদের বিনোদন ‘সেকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ নাটকের বিশেষ দৃশ্যে। বিবেকহীন নাট্যকার সাগর জাহানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক এই নাটকে অত্যন্ত সুকৌশলে সৌদি প্রবাসীদের পাশাপাশি দুবাই প্রবাসী বাংলাদেশিদেরও চরিত্র হরণের প্রাণান্তকর প্রচেষ্টা চালানো হয়েছে।

সস্তা বিনোদনের নামে আনাড়ি পরিচালকেদের দায়িত্বহীন পরিচালনায় রিলিজ হওয়া বাংলা নাটকে ইদানিং প্রবাসী বাংলাদেশিদেরকে খাটো করার অপচেষ্টা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত মরুর বুকে মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া যে প্রবাসীরা রেমিটেন্সের চাকাকে সচল রেখে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের অর্থনীতিকে, সেই প্রবাসীদেরকে অবমূল্যায়ন করে বাংলাদেশের এসব ভূইফোঁড় পরিচালক-প্রযোজকরা নিজেদের অসাড়তা প্রমাণের পাশাপাশি অবতীর্ণ হচ্ছেন কান্ডজ্ঞানহীন ভূমিকায়।

Category

People

Recommended