• 11 years ago
''জয়নাল হাজারীর দাবী: তাকে এবং নিজাম হাজারীকে গ্রেফতার করে ডিজিএফআই কিংবা র‍্যাবের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক''

নাজমুল হোসেনঃ বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী বলেছেন, 'ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার বিষয়ে আমাকে ও নিজাম হাজারীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। তিনি বলেন, ডিজিএফআই অথবা র‌্যাব দিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করা হোক। পুলিশের প্রতি আমার আস্থা নেই। নির্দিষ্ট দিন ও তারিখ দিলে আমি নিজেই হাজির হব।' তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে নিজাম হাজারী যে জড়িত, তা এরই মধ্যে পরিষ্কার হয়েছে। গুলি করেছে নিজামের মামাতো ভাই আবিদ।

Category

🗞
News

Recommended